ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে

- আপডেট সময় : ০৭:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ২৩৬ বার পড়া হয়েছে
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আজ বিকেল ৪টা ৫ মিনিট থেকে কমলাপুর থেকে ট্রেন ছাড়া শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে সকালে বন্ধ করা হয় রেল চলাচল। আজ সকাল সাড়ে ৯টার দিকে রিকশাচালকরা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
এর ফলে পৌনে ১০টা থেকে দেশের অধিকাংশ এলাকার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকেল ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর রেল কর্মকর্তা খায়রুল কবির বলেন, সব ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। বিপুল সংখ্যক যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
এর আগে, গত সোমবার কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। সেদিনও ঢাকার সঙ্গে সারাদেশের অধিকাংশ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলসহ এই নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
আজ সকাল থেকে মহাখালী ছাড়াও আগারগাঁও ও মাজার রোডে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মহাখালীতে সকাল সাড়ে ৯টার দিকে রিকশাচালকরা সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েকশ রিকশাচালক রেলপথ অবরোধ করেন। রেললাইন অবরোধ করায় আজ সকাল পৌনে ১০টা থেকে দেশের অধিকাংশ অংশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির সকাল ১১টা ২০ মিনিটের দিকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।