ঘুষ প্রদানে যুক্তরাষ্ট্রে মামলা পড়েছেন আদানি

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ২০৫ বার পড়া হয়েছে
ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। অত্যন্ত গোপনে ২৫০ মিলিয়ন ডলার ঘুষ প্রদান এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।
গত বুধবার নিউইয়র্কে ৬২ বছর বয়সী বিতর্কিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে এসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ভারতের অন্যতম শীর্ষ ধনী আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, এয়ারপোর্ট থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিস্তৃত।
প্রসিকিউটরদের অভিযোগ, প্রভাবশালী এই ব্যবসায়ী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা তার নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির জন্য লটারি জিততে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিতে রাজী হয়েছিলেন। যে কোম্পানি ২০ বছরে দুই বিলিয়ন ডলারের বেশি লাভ করবে বলে আশা করা হয়েছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আদানি গ্রুপ।