ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ফের বেড়েছে তেলের দাম

- আপডেট সময় : ০৬:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ২৫৫ বার পড়া হয়েছে
নতুন করে তীব্র হচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের তৈরি ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহারের জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়ায় নতুন মোড় নিলো ২০২২ সালে শুরু হওয়ায় এই যুদ্ধ। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে ঘিরে নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।
এতে আরও বলা হয়, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৬০ সেন্ট বেড়ে হয়েছে ৭২ ডলার ৮১ সেন্ট। এ ছাড়াও, ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৪ শতাংশ বেড়ে হয়েছে ৬৯ ডলার ৩৯ সেন্ট।
মস্কোর ভাষ্য, রাশিয়ায় পশ্চিমের দেশগুলোর ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ায় যুদ্ধের পরিধি বাড়ার আশঙ্কা আছে। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান আইএনজি এক বার্তায় জানিয়েছে, ইউক্রেন যদি রাশিয়ার জ্বালানি খাতে হামলা চালায়, তাহলে তেলের বাজার ঝুঁকিতে পড়বে। ইউক্রেনীয় হামলার জবাব রাশিয়া কীভাবে দেয় তার ওপর নির্ভর করবে অন্যান্য ঝুঁকিগুলো।
জেপি মরগানের বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভারতে পর্যটক বেড়ে যাওয়ায় তেলের চাহিদা বেড়েছিল। এ ছাড়াও, ভারতে শিল্প খাতে জ্বালানির চাহিদা বেড়েছে।
গত ১৯ দিনে বিশ্বব্যাপী দৈনিক তেলের চাহিদা ছিল ১০৩ দশমিক ছয় মিলিয়ন ব্যারেল। এর আগের বছর একই সময়ের তুলনায় বেড়েছে এক দশমিক সাত মিলিয়ন ব্যারেল।
অন্যদিকে চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই অপরিশোধিত তেলের চাহিদা বেড়েছে তিন শতাংশ।