ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের সুরক্ষায় নতুন অর্ডিন্যান্স জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ১৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল শহরে বসবাসরত অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন অর্ডিন্যান্স জারি করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) কাউন্সিল সর্বসম্মতিক্রমে ‘স্যাংচুয়ারি সিটি অরডিন্যান্স’ অনুমোদন করে। এর অধীনে কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগে শহরের কোনও সম্পদ বা কর্মীকে ব্যবহার করা যাবে না। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সিটি কাউন্সিলের সদস্য পল ক্রেকোরিয়ান বলেছেন, আমাদের অভিবাসী সম্প্রদায়কে বলতে চাই, তাদের ভয়ের কারণটি আমরা বুঝি। আমরা তাদের পাশে আছি।
দেশটির দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস এমন উদ্যোগ গ্রহণ করল। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক অভিবাসী প্রত্যাবর্তনের হুমকির পরিপ্রেক্ষিতে অর্ডিন্যান্সটি জারি করা হয়। এর ফলে অভিবাসীদের সুরক্ষার বিধান এখন লস অ্যাঞ্জেলেস নগর আইনের অন্তর্ভুক্ত হলো।
অর্ডিন্যান্স জারির আগে সিটি হলের সিঁড়িতে অভিবাসীপন্থীরা বিক্ষোভ করেন। তারা হাতে ‘লস অ্যাঞ্জেলেস স্যাংচুয়ারি সিটি চাই!’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। বিক্ষোভকারীরা স্প্যানিশে স্লোগান দেন, “আমরা কী চাই? আশ্রয়। কবে চাই? এখনই।”
লস অ্যাঞ্জেলেসে প্রায় ১৩ লাখ অভিবাসী বাস করেন। তবে এদের কতজন আইনত শহরে প্রবেশ করেছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। সিটি কাউন্সিলের মতে, শহরের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই অভিবাসী। বর্তমান পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বিগ্ন।
ক্যালিফোর্নিয়া ইমিগ্রেশন পলিসি সেন্টারের ডেপুটি ডিরেক্টর শিউ-মিং শের বলেন, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অভিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, তাদের প্রত্যাবর্তন করাতে ন্যাশনাল গার্ড বা অন্যান্য সংস্থাকে বাধ্য করা হবে। তবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, ভয়ের কিছু নেই। আমরা ঐক্যবদ্ধ।
অলাভজনক সংস্থা ইমিগ্র্যান্ট লিগ্যাল রিসোর্স সেন্টারের মতে, যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য বিভিন্ন মাত্রায় কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগে সহযোগিতা কমানোর উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে ট্রাম্পের ট্রানজিশন টিম কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের সুরক্ষায় নতুন অর্ডিন্যান্স জারি

আপডেট সময় : ১০:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল শহরে বসবাসরত অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন অর্ডিন্যান্স জারি করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) কাউন্সিল সর্বসম্মতিক্রমে ‘স্যাংচুয়ারি সিটি অরডিন্যান্স’ অনুমোদন করে। এর অধীনে কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগে শহরের কোনও সম্পদ বা কর্মীকে ব্যবহার করা যাবে না। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সিটি কাউন্সিলের সদস্য পল ক্রেকোরিয়ান বলেছেন, আমাদের অভিবাসী সম্প্রদায়কে বলতে চাই, তাদের ভয়ের কারণটি আমরা বুঝি। আমরা তাদের পাশে আছি।
দেশটির দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস এমন উদ্যোগ গ্রহণ করল। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক অভিবাসী প্রত্যাবর্তনের হুমকির পরিপ্রেক্ষিতে অর্ডিন্যান্সটি জারি করা হয়। এর ফলে অভিবাসীদের সুরক্ষার বিধান এখন লস অ্যাঞ্জেলেস নগর আইনের অন্তর্ভুক্ত হলো।
অর্ডিন্যান্স জারির আগে সিটি হলের সিঁড়িতে অভিবাসীপন্থীরা বিক্ষোভ করেন। তারা হাতে ‘লস অ্যাঞ্জেলেস স্যাংচুয়ারি সিটি চাই!’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। বিক্ষোভকারীরা স্প্যানিশে স্লোগান দেন, “আমরা কী চাই? আশ্রয়। কবে চাই? এখনই।”
লস অ্যাঞ্জেলেসে প্রায় ১৩ লাখ অভিবাসী বাস করেন। তবে এদের কতজন আইনত শহরে প্রবেশ করেছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। সিটি কাউন্সিলের মতে, শহরের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই অভিবাসী। বর্তমান পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বিগ্ন।
ক্যালিফোর্নিয়া ইমিগ্রেশন পলিসি সেন্টারের ডেপুটি ডিরেক্টর শিউ-মিং শের বলেন, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অভিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, তাদের প্রত্যাবর্তন করাতে ন্যাশনাল গার্ড বা অন্যান্য সংস্থাকে বাধ্য করা হবে। তবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, ভয়ের কিছু নেই। আমরা ঐক্যবদ্ধ।
অলাভজনক সংস্থা ইমিগ্র্যান্ট লিগ্যাল রিসোর্স সেন্টারের মতে, যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য বিভিন্ন মাত্রায় কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগে সহযোগিতা কমানোর উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে ট্রাম্পের ট্রানজিশন টিম কোনও মন্তব্য করতে রাজি হয়নি।