
- আপডেট সময় : ০৭:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১৩১ বার পড়া হয়েছে
পরপারে চলে গেলেন মুনমুন সেনের স্বামী
নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়িক মুনমুন সেন। তার মায়ের নাম হচ্ছে বিখ্যাত নায়িকা সুচিত্র সেন। জনপ্রিয় এই অভিনেত্রীর মেয়ে মুনমুন সেনের স্বামী দেববর্মা মারা গেছেন। আজ মঙ্গলবার শেষ নিশ্বাস্ব ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক ৮৩ বছর। বাবার মৃত্যু সংবাদ ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাইমা সেন।
জানা গেছে, আজ ১৯ নভেম্বর সকালে অসুস্থ হয়ে পড়েন ভারত। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে। সেখান থেকে অ্যাম্বুল্যান্স আসার আগেই ইহলোক ত্যাগ করেন তিনি। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
এদিকে শুটিংয়ের কাজে জয়পুরে ছিলেন রাইমা। বাবার মৃত্যুর খবর পেয়েই সব ফেলে কলকাতার উদ্দেশে ছুটেছেন তিনি। বাবাকে শেষবারের মতো দেখতে লোনা জলে ভাসছেন নায়িকা।
১৯৭৮ সালে মুনমুনকে বিয়ে করেন ভারত। সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে থেকে কন্যাকে তুলে দিয়েছিলেন তার হাতে। বিয়ের এক বছরের মাথায় রাইমার জন্ম হয়। বছর দুই পরে আসেন রিয়া। দাম্পত্যজীবনে বেশ সুখী ছিলেন ভারত-মুনমুন।