ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের আপত্তিতে পাকিস্তানে ফের অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফি

ডিডিএম ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ২১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-পাকিস্তানের রাজনৈতিক যুদ্ধটা ক্রিকেটাঙ্গনে লেগেই আছে। রাজনৈতিক কোন কিছু হলেই পাকিস্তান সফর বয়কট করা ভারতের একধরনের এক নীতিতে রুপ নিয়েছে। ভারতে কোন ক্রিকেট আয়োজন হলে সেটা পাকিস্তানকে খেলাতে বাধ্য করানো এবং পাকিস্তানে কোন টুর্নামেন্টের আয়োজন হলে সেটা বয়কট করা ভারতের একগুয়েমিতে পরিনত হয়েছে।
যার ফলে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়জনে অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেপাকিস্তান। এর আগে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষবার অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রায় ৮ বছর কেটে গেলেও মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি।
দীর্ঘ আটবছর পর পাকিস্তানকে আয়োজক করে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি সাজায় আইসিসি। কিন্তু ভারত-পাকিস্তানের কূটনৈতিক জটিলতার কারণে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে ঘিরে অনিশ্চয়তা কাটছেই না। তবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের ট্রফি পাকিস্তানে পাঠিয়েছে। ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ট্রফিটি পাকিস্তানের বিভিন্ন শহর ঘুরবে।

দুদিন আগে ১৪ নভেম্বর ইসলামাবাদে পৌঁছায় এই ট্রফি । এরপর বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দেশের কোথায় কোথায় ঘুরবে। সেই ট্রফি যাওয়ার কথা ছিল স্কার্দু, মুরি এবং মুজাফফরবাদে। এসব জায়গা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ ও উত্তেজনা রয়েছে। পিসিবি এই তালিকা জানানোর সঙ্গে সঙ্গে আপত্তি করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তাদের আপত্তির কারণে আইসিসি আজ শুক্রবার সেই তিনটি শহরকে ট্রফি ট্যুর থেকে বাতিল ঘোষণা করেছে। আইসিসির এই বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের দেশের সরকারকে জানিয়েছে। শনিবার স্কারদু উপত্যাক্যা থেকেই শুরু হওয়ার কথা ছিল ট্রফি ট্যুর। এরপর কে২ বেইজ ক্যাম্প, মুরি, হুনজা ও মুজাফফরবাদে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের আপত্তির কারণে এই ট্যুরে পাকিস্তান কোনো পরিবর্তন আনে কিনা দেখার বিষয়।

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা, তবে এখনও আসন্ন টুর্নামেন্টের জন্য কোনো সূচি প্রকাশ করা হয়নি। এই প্রথমবার আইসিসির ইতিহাসে সূচি প্রকাশের আগেই ট্রফি পৌঁছে গিয়েছে আয়োজক দেশে। তবে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে নারাজ ভারত। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হওয়ার কথা শোনা যাচ্ছিল। সে ক্ষেত্রে বেশির ভাগ ম্যাচ পাকিস্তানে হলেও ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কোনও দেশে হতে পারে। যদিও পাকিস্তান এই মডেল মানতে রাজি নয়। এমন হলে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকিও দিয়েছে তারা।

এদিকে গুঞ্জন আছে, পাকিস্তান রাজি না হলে অন্য কোনো দেশে সরে যেতে পারে টুর্নামেন্ট। অবশ্যও আয়োজন স্বত্ত্ব থাকবে পাকিস্তানের হাতেই। সেটাতেও রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বেশ বিপাকেই পড়েছে আইসিসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের আপত্তিতে পাকিস্তানে ফের অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফি

আপডেট সময় : ০৮:৫৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ভারত-পাকিস্তানের রাজনৈতিক যুদ্ধটা ক্রিকেটাঙ্গনে লেগেই আছে। রাজনৈতিক কোন কিছু হলেই পাকিস্তান সফর বয়কট করা ভারতের একধরনের এক নীতিতে রুপ নিয়েছে। ভারতে কোন ক্রিকেট আয়োজন হলে সেটা পাকিস্তানকে খেলাতে বাধ্য করানো এবং পাকিস্তানে কোন টুর্নামেন্টের আয়োজন হলে সেটা বয়কট করা ভারতের একগুয়েমিতে পরিনত হয়েছে।
যার ফলে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়জনে অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেপাকিস্তান। এর আগে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষবার অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রায় ৮ বছর কেটে গেলেও মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি।
দীর্ঘ আটবছর পর পাকিস্তানকে আয়োজক করে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি সাজায় আইসিসি। কিন্তু ভারত-পাকিস্তানের কূটনৈতিক জটিলতার কারণে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে ঘিরে অনিশ্চয়তা কাটছেই না। তবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের ট্রফি পাকিস্তানে পাঠিয়েছে। ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ট্রফিটি পাকিস্তানের বিভিন্ন শহর ঘুরবে।

দুদিন আগে ১৪ নভেম্বর ইসলামাবাদে পৌঁছায় এই ট্রফি । এরপর বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দেশের কোথায় কোথায় ঘুরবে। সেই ট্রফি যাওয়ার কথা ছিল স্কার্দু, মুরি এবং মুজাফফরবাদে। এসব জায়গা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ ও উত্তেজনা রয়েছে। পিসিবি এই তালিকা জানানোর সঙ্গে সঙ্গে আপত্তি করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তাদের আপত্তির কারণে আইসিসি আজ শুক্রবার সেই তিনটি শহরকে ট্রফি ট্যুর থেকে বাতিল ঘোষণা করেছে। আইসিসির এই বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের দেশের সরকারকে জানিয়েছে। শনিবার স্কারদু উপত্যাক্যা থেকেই শুরু হওয়ার কথা ছিল ট্রফি ট্যুর। এরপর কে২ বেইজ ক্যাম্প, মুরি, হুনজা ও মুজাফফরবাদে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের আপত্তির কারণে এই ট্যুরে পাকিস্তান কোনো পরিবর্তন আনে কিনা দেখার বিষয়।

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা, তবে এখনও আসন্ন টুর্নামেন্টের জন্য কোনো সূচি প্রকাশ করা হয়নি। এই প্রথমবার আইসিসির ইতিহাসে সূচি প্রকাশের আগেই ট্রফি পৌঁছে গিয়েছে আয়োজক দেশে। তবে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে নারাজ ভারত। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হওয়ার কথা শোনা যাচ্ছিল। সে ক্ষেত্রে বেশির ভাগ ম্যাচ পাকিস্তানে হলেও ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কোনও দেশে হতে পারে। যদিও পাকিস্তান এই মডেল মানতে রাজি নয়। এমন হলে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকিও দিয়েছে তারা।

এদিকে গুঞ্জন আছে, পাকিস্তান রাজি না হলে অন্য কোনো দেশে সরে যেতে পারে টুর্নামেন্ট। অবশ্যও আয়োজন স্বত্ত্ব থাকবে পাকিস্তানের হাতেই। সেটাতেও রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বেশ বিপাকেই পড়েছে আইসিসি।