আমির হোসেন আমুর বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা
ঝালকাঠি প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ৩২৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী চিনুসহ ৫৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (১৩ই নভেম্বর) রাতে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে এ মামলা করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মামলার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২১ সালে জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার অভিযোগে এই মামলা করা হয়েছে।
এতে সাবেক এমপি আমির হোসেন আমুসহ ৫৯ জনসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে পুলিশ।





















