ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরিয়ায় ব্যাপক বিমান হামলা আমেরিকার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / ১৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে আমেরিকার ব্যাপক বিমান হামলা। মার্কিন কেন্দ্রীয় কমান্ড -সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে দেশটির ৯টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো হামলার জবাবে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযানে অংশ নেওয়া মার্কিন ও যৌথ বাহিনীর ওপর হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা মাঝেমধ্যে ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালায়। গত ফেব্র“য়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছিল।

সিরিয়ায় ৯০০ ও ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা বর্তমানে অবস্থান করছেন। মূলত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য এসব সেনা মোতায়েন করেছে আমেরিকা।

নিউজটি শেয়ার করুন

সিরিয়ায় ব্যাপক বিমান হামলা আমেরিকার

আপডেট সময় : ০৩:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে আমেরিকার ব্যাপক বিমান হামলা। মার্কিন কেন্দ্রীয় কমান্ড -সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে দেশটির ৯টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো হামলার জবাবে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযানে অংশ নেওয়া মার্কিন ও যৌথ বাহিনীর ওপর হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা মাঝেমধ্যে ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালায়। গত ফেব্র“য়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছিল।

সিরিয়ায় ৯০০ ও ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা বর্তমানে অবস্থান করছেন। মূলত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য এসব সেনা মোতায়েন করেছে আমেরিকা।