ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক দুই এমপি শম্ভু ও সিরাজ মোল্লা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / ১৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিডিএম প্রতিবেদক :
আওয়ামী লীগের দুই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাবেক দুই সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সিরাজুল ইসলাম মোল্লা পৃথক পৃথক মামলায় গ্রেফতার হয়েছেন। বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা (ডলার সিরাজ মোল্লা)।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে এবং সিরাজুল ইসলাম মোল্লাকে বিকেলে আসাদ গেট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। একাধিকবারের দুই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, সোমবার রাত আটটার দিকে রাজধানীর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি জানায়, শম্ভুর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় অনেক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি জিয়াউল হক জানান, সিরাজুল ইসলাম মোল্লাকে সোমবার বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকার পিপলস ইউনিভার্সিটি থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

পুলিশ কর্মকর্তা গনমাধ্যমকে বলেন, নরসিংদীর সাবেক এমপি ডলারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে নেওয়ার জন্য সেই থানার পুলিশ সদস্যরা আসছেন। রাতেই তাকে তাদের হাতে তুলে দেওয়া হবে।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পাঁচবারই সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।

সিরাজুল ইসলাম মোল্লা নরসিংদী-৩ আসনের দুইবারের সংসদ সদস্য। তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালেও তিনি বিজয়ী হয়েছিলেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দুইবারই তিনি এমপি হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক দুই এমপি শম্ভু ও সিরাজ মোল্লা গ্রেফতার

আপডেট সময় : ১১:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

ডিডিএম প্রতিবেদক :
আওয়ামী লীগের দুই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাবেক দুই সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সিরাজুল ইসলাম মোল্লা পৃথক পৃথক মামলায় গ্রেফতার হয়েছেন। বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা (ডলার সিরাজ মোল্লা)।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে এবং সিরাজুল ইসলাম মোল্লাকে বিকেলে আসাদ গেট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। একাধিকবারের দুই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, সোমবার রাত আটটার দিকে রাজধানীর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি জানায়, শম্ভুর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় অনেক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি জিয়াউল হক জানান, সিরাজুল ইসলাম মোল্লাকে সোমবার বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকার পিপলস ইউনিভার্সিটি থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

পুলিশ কর্মকর্তা গনমাধ্যমকে বলেন, নরসিংদীর সাবেক এমপি ডলারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে নেওয়ার জন্য সেই থানার পুলিশ সদস্যরা আসছেন। রাতেই তাকে তাদের হাতে তুলে দেওয়া হবে।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পাঁচবারই সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।

সিরাজুল ইসলাম মোল্লা নরসিংদী-৩ আসনের দুইবারের সংসদ সদস্য। তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালেও তিনি বিজয়ী হয়েছিলেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দুইবারই তিনি এমপি হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।