অস্তিত্ব সংকটে পড়েছে আ.লীগ আশির্বাদপুষ্ট রাজনৈতিক দলগুলো

- আপডেট সময় : ০৭:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ১৫৯ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক :
হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের আশির্বাদপুষ্ট রাজনৈতিক দলগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। নিষ্ক্রিয় হয়ে পড়েছে তাদের কার্যক্রম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কয়েকটি ছোটদল আওয়ামী লীগের আশির্বাদে নিবন্ধন পেয়েছিল। অভিযোগ রয়েছে, বিএনপি-জামায়াতকে ঠেকানোর জন্য এ ধরনের রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পলায়োনের পর কোনঠাসা হয়ে পড়ে এ দলগুলো।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন পায় পাঁচটি রাজনৈতিক দল। যার মধ্যে রয়েছে- তৃণমূল বিএনপি (সোনালী আঁশ), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ (আপেল), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ (মটরগাড়ি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম (নোঙ্গর) ও বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) (একতারা)।
তদন্তে জানা যায়, এসব দলগুলো নিজের বাসাকেই কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা হিসেবে ব্যবহার করে আসছে। তাদের দলে দু-একজন নেতা ছাড়া কোনো কর্মীও নেই। দুয়েকটি দল কিছু সামাজিক কার্যক্রম চালালেও সাংগঠনিক বিস্তার বা বিকাশ নেই তাদের। আওয়ামী লীগের উপর ভর করে চলা এসব দলগুলো এখন নিবন্ধন হারানোর ভয়ে রয়েছে।
এ নিয়ে তৃণমূল বিএনপির মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান তার দল নিয়ে হতাশা ব্যক্ত করেন। এই মুহুর্তে তাদের দলীয় কোনো কার্যক্রম নেই। কার্যক্রম বন্ধ রাখা হয়। তারা পরিস্থিতি পর্যালোচনা করছে। তবে আশঙ্কা করছে দলীয় কার্যক্রম না থাকলে নিবন্ধন হারানোর। এমন কি আগামী নির্বাচনে অংশ নেয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন, আগামী নির্বাচনে অংশ নেয়াটা সময়ের উপর ছেড়ে দিয়েছেন তিনি।
দলটির এই নেতা সারা দেশে নিজদলের অবস্থান নিয়েও ওয়াকিবহাল নয়। দেশের রাজনৈতিক কার্যক্রম শুরুর দিকে তাকিয়ে আছেন বলে জানালেন। মেজর (অব.) ডা. শেখ হাবিবুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ছিলেন। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব মো. রেহান আফজাল রাহবার জানান তার দল গণসচেতনতার মাধ্যমে দেশ ও জনগণের অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত করার জন্য সারাদেশে দলের পক্ষ থেকে কর্যাক্রম চালিয়ে যাচ্ছে। তবে তার দলের নিবন্ধন হারানো নিয়ে কোন ঝুঁকি দেখছেন না তিনি। এমন কি আগামী নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ অংশ গ্রহণ করবে বলে জানান তিনি।
এদিকে দেশের বর্তমান অবস্থান পর্যবেক্ষণ করছেন বলেন জানালেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এর চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আবু জাফর। পরিস্থিতি অনুকুলে আসলে আবারো নেতাকর্মীদের নিয়ে কার্যক্রম শুরুর ভাবনায় আছেন তারা। তবে
সরকার বদলের সাথে সাথে তারা গুলশানের অফিসও ছেড়ে দিয়েছেন বলে জানান। তবে
নিবন্ধন হারানোর ঝুঁকি নিয়ে তিনি বলেন, যেখানে স্বৈরচার আওয়ামী লীগের নিবন্ধন এখনও বাতিল হয়নি, সেখানে আমাদের নিবন্ধন হারানো ঝুঁকি না থাকারই কথা। আমরাও এই স্বৈরচারের বিরোদ্ধে আন্দোলন করেছি।
বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) চেয়ারম্যান শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ জানান, তার দল কাজ করে চলছে। সারাদেশে কমিটি গঠন নিয়ে কাজ করার কথা জানান তিনি।