জাতীয় পার্টির কার্যালয়ে আগুন, পরক্ষণে নিয়ন্ত্রণ

- আপডেট সময় : ০৮:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ১৫৮ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক :
জাতীয় পার্টির বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা এই আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাতটার কিছু পরে এ ঘটনা ঘটে। যদিও পরবর্তীতে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনা হয়। তবে এরই মধ্যে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে জাতীয় পার্টির অফিস থেকে অনেক দলীয় কাগজপত্র নষ্ট হয়ে যায় বলে জানা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমও বিজয়নগরে যাওয়ার ঘোষণা দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নাগাদ নিজেদের ভ্যারিফাইড ফেসবুক পেজেে এ ঘোষনা দেন তারা।
পোস্টে সারজিস লেখেন, জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের আঘাত করেছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাচ্ছি। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।
হাসনাত আব্দুল্লাহ লেখেন, রাজু ভাস্কর্য থেকে ৮.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।
এর আগে, সন্ধ্যা ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’ ব্যানারে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।
এ সময় জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করার অধিকার নেই বলে জানান বক্তারা। তারা বলেন, রাজনৈতিক অতৎপরতা ও দেশবিরোধী চক্রান্ত এই দেশে হবে না। এরপর ছাত্র-জনতা জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগরে যান। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে সেনাবাহিনী অবস্থান নিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।