কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ২৫৭ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ্আজ সোমবার সকাল ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা পৌনে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ করছিলেন চেয়ারম্যান সেন্টু। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। সেখানকার পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে।