ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজালাল বিমানবন্দরের দেড় কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিডিএম প্রতিবেদক :
রাজধানী ঢাকা যেন একটি শব্দ দূষনের শহর। চারিদিকে বিকটা শব্দ। বিশেষ করে গাড়ির হর্ণ সাধারণ মানুষের মস্তিষ্কে ঢুকে পড়ে অসুস্থ্য করে তোলে। এ নিয়ে বিভিন্ন সময় সরকাররা বিভিন্ন পদক্ষেপ নিলেও কার্যত ফলাফল শুন্য। যানবাহনগুলো মানছে না এই নিয়ম। যে যার মতো করেই হর্ণ বাজাচ্ছে। চলছে ফ্রি স্টাইলে। হর্ণ বাজানো থেকে বিরত থাকছে না ভিআইপি এলাকাগুলো।
অন্তর্বর্তী সরকার এবার সে দিকে কতোটা নজর দেয় সেটাই দেখার বিষয়। তবে এরই মধ্যে এই সরকার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে।
গত ১৯ সেপ্টেম্বর করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল স্বাক্ষরিত এক আদেশের বরাত দিয়ে আজ রোববার এ সিদ্ধান্তের কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।
এতে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ (দেড়) কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল হতে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত) এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হলো। ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলেও জানিয়েছে ডিএনসিসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজালাল বিমানবন্দরের দেড় কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা

আপডেট সময় : ০৩:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ডিডিএম প্রতিবেদক :
রাজধানী ঢাকা যেন একটি শব্দ দূষনের শহর। চারিদিকে বিকটা শব্দ। বিশেষ করে গাড়ির হর্ণ সাধারণ মানুষের মস্তিষ্কে ঢুকে পড়ে অসুস্থ্য করে তোলে। এ নিয়ে বিভিন্ন সময় সরকাররা বিভিন্ন পদক্ষেপ নিলেও কার্যত ফলাফল শুন্য। যানবাহনগুলো মানছে না এই নিয়ম। যে যার মতো করেই হর্ণ বাজাচ্ছে। চলছে ফ্রি স্টাইলে। হর্ণ বাজানো থেকে বিরত থাকছে না ভিআইপি এলাকাগুলো।
অন্তর্বর্তী সরকার এবার সে দিকে কতোটা নজর দেয় সেটাই দেখার বিষয়। তবে এরই মধ্যে এই সরকার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে।
গত ১৯ সেপ্টেম্বর করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল স্বাক্ষরিত এক আদেশের বরাত দিয়ে আজ রোববার এ সিদ্ধান্তের কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।
এতে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ (দেড়) কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল হতে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত) এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হলো। ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলেও জানিয়েছে ডিএনসিসি।