ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কানপুরে ’অন অ্যান্ড অফ’ খেলায় বিরক্ত শান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৬৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিডিএম প্রতিবেদক :
কানপুর টেস্টের প্রথম দিন ভালোই ভুগিয়েছে বৃষ্টি। এদিন প্রায় দুই সেশন চলে গেছে বৃষ্টির পেটে। খেলা হয়েছে স্রেফ ৩৫ ওভার। আজ দ্বিতীয় দিনে গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলা শুরুর কোনো সম্ভাবনাই ছিল না। কখনও থেমে থেমে বৃষ্টি কিংবা কখনও ঝুম বৃষ্টি। একটা সময় অবশ্য কাভার সরানো হয়েছিল উইকেট থেকে।
কিন্তু মুহূর্তেই আবার মুষলধারে বৃষ্টি। এমন দিনে অলস সময় পার করেছে ‍দুই দল। অবস্থা বেগতিক দেখে হোটেলে ফিরে যেয়ে থাকে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কানপুরে প্রথম দিন শেষে তিন উইকেটে করেছে ১০৭ রান। মুমিনুল হক সৌরভ ৪০ ও মুশফিকুর রহিম ছয় রানে অপরাজিত ছিলেন। আজ কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর স্থানীয় সময় দুপুর দুইটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বৃষ্টিতে দুই দিন নষ্ট হওয়াতে হতাশ হয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। এরপর বন্ধ হয়ে গেল। আজ সারা দিনই খেলা হয়নি। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক। কিন্তু কিছু করারও নেই। তবে খেলা হলে ভালো লাগত।’
কানপুর টেস্টে বাংলাদেশের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে, ব্যাটিংয়ে শুরুটাও ভালো হয়েছিল আমাদের। এখনো ভালোই আছে। আমি বলব না যে খুব খারাপ অবস্থানে আছি। আমাদের অনেক ব্যাটসম্যান আছে। এখান থেকে যদি দুটি বড় জুটি হয়, তাহলে আমরা খুব ভালো অবস্থানে যেতে পারব। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমি বলব আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি।’
বৃষ্টির চ্যালেঞ্জ নিয়ে শান্ত বলেন, ‘উইকেট ভালোই ছিল। এখানে চ্যালেঞ্জ যেটা বেশি, সেটা অন অ্যান্ড অফ খেলা হচ্ছে। যেকোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই। এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, এটা একটা কঠিন ব্যাপার।’
টানা বৃষ্টিতে উইকেট নিয়ে চিন্তিত টাইগার অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলব উইকেট ভালোই ছিল। সামনে হয়তো ডে থ্রি, ডে ফোরৃযেহেতু বৃষ্টি, রোদও পাচ্ছে না। সে ক্ষেত্রে সামনে খেলাটা এগোলে বোঝা যাবে, উইকেট কতটা চ্যালেঞ্জিং হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কানপুরে ’অন অ্যান্ড অফ’ খেলায় বিরক্ত শান্ত

আপডেট সময় : ০৯:২৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ডিডিএম প্রতিবেদক :
কানপুর টেস্টের প্রথম দিন ভালোই ভুগিয়েছে বৃষ্টি। এদিন প্রায় দুই সেশন চলে গেছে বৃষ্টির পেটে। খেলা হয়েছে স্রেফ ৩৫ ওভার। আজ দ্বিতীয় দিনে গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলা শুরুর কোনো সম্ভাবনাই ছিল না। কখনও থেমে থেমে বৃষ্টি কিংবা কখনও ঝুম বৃষ্টি। একটা সময় অবশ্য কাভার সরানো হয়েছিল উইকেট থেকে।
কিন্তু মুহূর্তেই আবার মুষলধারে বৃষ্টি। এমন দিনে অলস সময় পার করেছে ‍দুই দল। অবস্থা বেগতিক দেখে হোটেলে ফিরে যেয়ে থাকে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কানপুরে প্রথম দিন শেষে তিন উইকেটে করেছে ১০৭ রান। মুমিনুল হক সৌরভ ৪০ ও মুশফিকুর রহিম ছয় রানে অপরাজিত ছিলেন। আজ কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর স্থানীয় সময় দুপুর দুইটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বৃষ্টিতে দুই দিন নষ্ট হওয়াতে হতাশ হয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘খেলোয়াড় হিসেবে অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো। কিছুক্ষণ খেলাও হলো। এরপর বন্ধ হয়ে গেল। আজ সারা দিনই খেলা হয়নি। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক। কিন্তু কিছু করারও নেই। তবে খেলা হলে ভালো লাগত।’
কানপুর টেস্টে বাংলাদেশের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে, ব্যাটিংয়ে শুরুটাও ভালো হয়েছিল আমাদের। এখনো ভালোই আছে। আমি বলব না যে খুব খারাপ অবস্থানে আছি। আমাদের অনেক ব্যাটসম্যান আছে। এখান থেকে যদি দুটি বড় জুটি হয়, তাহলে আমরা খুব ভালো অবস্থানে যেতে পারব। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি, তাহলে আমি বলব আমরা মাঝামাঝি একটা জায়গায় আছি।’
বৃষ্টির চ্যালেঞ্জ নিয়ে শান্ত বলেন, ‘উইকেট ভালোই ছিল। এখানে চ্যালেঞ্জ যেটা বেশি, সেটা অন অ্যান্ড অফ খেলা হচ্ছে। যেকোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই। এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, এটা একটা কঠিন ব্যাপার।’
টানা বৃষ্টিতে উইকেট নিয়ে চিন্তিত টাইগার অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলব উইকেট ভালোই ছিল। সামনে হয়তো ডে থ্রি, ডে ফোরৃযেহেতু বৃষ্টি, রোদও পাচ্ছে না। সে ক্ষেত্রে সামনে খেলাটা এগোলে বোঝা যাবে, উইকেট কতটা চ্যালেঞ্জিং হবে।’