ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিসিবি’র সিদ্ধান্তের উপর নির্ভর করছে হাথুরের ভবিষ্যত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ২০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিডিএম প্রতিবেদক :
ছাত্র-জনতার গণআন্দোলনের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার নিকটস্থ্য অনেকেই। দেশ ছেড়ে পলায়োনের তালিকায় রয়েছে দেশের সবচে শক্তিশালী ও প্রভাবশালী ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিকে রাজনীতির পালা বদলের সাথে সাথে ক্রিকেট বোর্ডেও পরিবর্তনের হাওয়া বইছে। আজ পরিচালক জালাল ইউনুস নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। অন্যান্য পরিচালকরাও হয়ত তাকিয়ে আছেন ক্রিকেট বোর্ড প্রধানও সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হোসেন পাপনের দিকে।

তিনি পদত্যাগ করলেই হয়ত দলবদ্ধভাবে বিসিবি’র পরিচালকদের পদত্যাগ পত্র জমা পড়তে পারে। যদিু দেশের ক্রীড়াঙ্গনের হাওয়ায় উড়ছে পাপন পদত্যাগে রাজি। এবং তার স্থলে বেশ কয়েকজনের নামও উঠে আসছে। এবার জাতীয় দলের প্রধান কোচ হাথুরে সিংয়ের পদত্যাগ নিয়ে উঠছে প্রশ্ন। ২১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলা শুরু করবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের ঠিক আগে আজ হাথুরের সামনে উঠে এসেছে তার ভবিষ্যত ভাবনা নিয়ে।

সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে হাথুরু বলেন, ‘আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’
ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি ভালোবাসা জানিয়ে হাথুরু বলেন, ‘যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিসিবি’র সিদ্ধান্তের উপর নির্ভর করছে হাথুরের ভবিষ্যত

আপডেট সময় : ০৮:১৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

ডিডিএম প্রতিবেদক :
ছাত্র-জনতার গণআন্দোলনের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার নিকটস্থ্য অনেকেই। দেশ ছেড়ে পলায়োনের তালিকায় রয়েছে দেশের সবচে শক্তিশালী ও প্রভাবশালী ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিকে রাজনীতির পালা বদলের সাথে সাথে ক্রিকেট বোর্ডেও পরিবর্তনের হাওয়া বইছে। আজ পরিচালক জালাল ইউনুস নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। অন্যান্য পরিচালকরাও হয়ত তাকিয়ে আছেন ক্রিকেট বোর্ড প্রধানও সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হোসেন পাপনের দিকে।

তিনি পদত্যাগ করলেই হয়ত দলবদ্ধভাবে বিসিবি’র পরিচালকদের পদত্যাগ পত্র জমা পড়তে পারে। যদিু দেশের ক্রীড়াঙ্গনের হাওয়ায় উড়ছে পাপন পদত্যাগে রাজি। এবং তার স্থলে বেশ কয়েকজনের নামও উঠে আসছে। এবার জাতীয় দলের প্রধান কোচ হাথুরে সিংয়ের পদত্যাগ নিয়ে উঠছে প্রশ্ন। ২১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলা শুরু করবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের ঠিক আগে আজ হাথুরের সামনে উঠে এসেছে তার ভবিষ্যত ভাবনা নিয়ে।

সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে হাথুরু বলেন, ‘আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’
ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি ভালোবাসা জানিয়ে হাথুরু বলেন, ‘যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল।’