তাপস-আতিকসহ ১২ সিটি মেয়রকে অপসারণ

- আপডেট সময় : ০৪:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ১৯৪ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক
অন্তর্বর্তীকালীণ সরকার দ্বায়িত্বগ্রহনের পর আওয়ামী শাসনামলের সকল প্রতিষ্ঠানের প্রধান ব্যাক্তিরা তাদের পদ থেকে অপসারন করানো হচ্ছে। আজ সোমবার ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের তাদের পদ থেকে অপসারন করেছে সরকার। আজ স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সিটি করপোরেশনগুলো হচ্ছে,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, বরিশাল, সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন ও ময়মনসিংহ সিটি করপোরেশন।
এর আগে ৩২৩টি পৌরসভার মেয়র, ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।