ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কাজে যোগ না দিলে চাকরি হারাবে পুলিশ,হুশিয়ারী স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / ১৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিডিএম প্রতিবেদক :
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে ব্যাপক জনরোষের মুখে পড়ে পুলিশ বাহিনী। এতে থানা ছেড়ে পালাতে হয় তাদের। নবগঠিত অন্তবর্তীকালীন সরকার পুলিশ সদস্যদের কাজে যোগদানের জন্য তারিখ নির্ধারণ করে দিয়েছে। আগামী বৃহস্পতিবারের ১৫ আগস্ট মধ্যে কোনো পুলিশ সদস্য কাজে যোগ না দিলে তিনি চাকরি হারাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রোববার ১১ আগস্ট বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এর আগে রাজারবাগে তিনি জানিয়েছিলেন, একটি তারিখ দেওয়া হবে, সেই তারিখের মধ্যে কোনো পুলিশ সদস্য কাজে যোগদান না করলে ধরে নেওয়া হবে তিনি পলাতক।
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী বৃহস্পতিবারের ১৫ আগস্ট মধ্যে যারা কাজে যোগ দেবেন না, আমরা ধরে নেব তারা চাকরি করবেন না। বৃহস্পতিবারের মধ্যে আপনারা কাজে যোগদান করুন। এই সময়ের মধ্যে যারা যোগদান করবেন না, তাদের চাকরিচ্যুত করা হবে।’
পুলিশ সদস্যদের উদ্দেশে করে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ‘এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে, অহেতুক কেউ কারও গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘যারা দোষী হবেন, বড় দোষী, ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।’
এর আগে পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ‘পুলিশের ম্যোরাল অনেক ডাউন। চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে। পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কী হতে পারে। একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যেও মারামারি। ব্যাংক দখল করবে কে কার আগে।’
সাখাওয়াত বলেন, আমার কাছে অনেক ম্যাকানিজম আছে। তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণের অনেক ম্যাকানিজম আছে। আমি উল্লেখ করতে চাই না।
সাখাওয়াত হোসেন বলেন, পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনী হিসেবে। সাত দিনের ভেতর আপনারা দেখবেন ট্রেনিং ম্যান পাওয়ার পুলিশে চলে আসবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাজে যোগ না দিলে চাকরি হারাবে পুলিশ,হুশিয়ারী স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় : ০৯:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

ডিডিএম প্রতিবেদক :
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে ব্যাপক জনরোষের মুখে পড়ে পুলিশ বাহিনী। এতে থানা ছেড়ে পালাতে হয় তাদের। নবগঠিত অন্তবর্তীকালীন সরকার পুলিশ সদস্যদের কাজে যোগদানের জন্য তারিখ নির্ধারণ করে দিয়েছে। আগামী বৃহস্পতিবারের ১৫ আগস্ট মধ্যে কোনো পুলিশ সদস্য কাজে যোগ না দিলে তিনি চাকরি হারাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রোববার ১১ আগস্ট বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এর আগে রাজারবাগে তিনি জানিয়েছিলেন, একটি তারিখ দেওয়া হবে, সেই তারিখের মধ্যে কোনো পুলিশ সদস্য কাজে যোগদান না করলে ধরে নেওয়া হবে তিনি পলাতক।
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী বৃহস্পতিবারের ১৫ আগস্ট মধ্যে যারা কাজে যোগ দেবেন না, আমরা ধরে নেব তারা চাকরি করবেন না। বৃহস্পতিবারের মধ্যে আপনারা কাজে যোগদান করুন। এই সময়ের মধ্যে যারা যোগদান করবেন না, তাদের চাকরিচ্যুত করা হবে।’
পুলিশ সদস্যদের উদ্দেশে করে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ‘এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে, অহেতুক কেউ কারও গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘যারা দোষী হবেন, বড় দোষী, ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।’
এর আগে পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ‘পুলিশের ম্যোরাল অনেক ডাউন। চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে। পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কী হতে পারে। একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যেও মারামারি। ব্যাংক দখল করবে কে কার আগে।’
সাখাওয়াত বলেন, আমার কাছে অনেক ম্যাকানিজম আছে। তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণের অনেক ম্যাকানিজম আছে। আমি উল্লেখ করতে চাই না।
সাখাওয়াত হোসেন বলেন, পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনী হিসেবে। সাত দিনের ভেতর আপনারা দেখবেন ট্রেনিং ম্যান পাওয়ার পুলিশে চলে আসবে।