চারিদিকে ভাংচুর, অগ্নিসংযোগ,লুটপাট

- আপডেট সময় : ১১:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
- / ২০৯ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক:
সোমবার ৫ আগস্ট বেলা দেড়টায় শেখ হাছিনা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে যাবার পর দেশজুড়ে ভাংচুর ,অগ্নিসংযোগ ও লুটপাট করেন বিক্ষোভকারী জনতা। আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি,আবাসিক হোটেল থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা ভাংচুর, ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা।
গণভবন ও সুধাসদনে হামলা
রাজধানী ঢাকায় বিক্ষোভ জনতা দখলে নেন গণভবন। প্রত্যক্ষ দর্শীরা জানান, যে যা কিছু হাতের নাগালে পেয়েছেন তা সঙ্গে নিয়ে চলে যান। গণভবনে ব্যবহৃত আর কিছুই অবশিষ্ট থাকেনি।
এমন কি ধানমন্ডির সুধা সদনেও আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীররা।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বাড়ির ভেতরেও আগুন দেওয়া হয়েছে। বাড়ি থেকে জিনিসপত্র বের করে যে যার মতো নিয়ে চলে যাচ্ছেন। পুলিশ সদর দপ্তরে ও বিভিন্ন থানাতেও হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা।
পুলিশ সদরে হামলা
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েকশ মানুষ দলবদ্ধভাবে আকস্মিকভাবে পুলিশের প্রধান কার্যালয়ে হামলা চালায়। এসময় লাঠিসোঁটা হাতে প্রথমে তারা কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এরপর বিভিন্ন ভবনে ভাঙচুর শুরু করেন।
পুলিশ কর্মকর্তাদের অনেকেই তখন ভবনের ভেতরে অবস্থান করছিলেন। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর তারা যে যার মতো করে বেরিয়ে গেছেন বলে জানা যাচ্ছে।
হামলায় পুলিশ সদর দফতরে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
যশোরে চাকলাদারের হোটেলে অগ্নিসংযোগ
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগ করেছে বিজয় মিছিলে বিক্ষুদ্ধ জনতা। এ সময় হোটেলের ভিতরে অনেক আটকা পড়েন। হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল ১৬ তলা বিশিষ্ট হোটেলের ছাদ থেকে একজনকে উদ্ধার করে। আরো কয়েকজনকে ১৪ তলার বারান্দায় দাঁড়িয়ে উদ্ধারের জন্যে নিশানা উড়াতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কয়েকটি দল দুই ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আসতে পারেনি।
ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেনের বাড়িতে অগ্নিসংযোগ
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। তথ্যচিত্র ধারণের দুর্বৃত্তদের হামলায় তিন জন সাংবাদিককে আহত হন। এছাড়াও অন্যদিকে আরও দুই সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।
নারায়নগঞ্জে আওয়ামী লীগ নেতা শামীম ও সেলিম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।
এই দুই রাজনৈতিক নেতার বাড়ি ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বিকেল সাড়ে চারটার দিকে শামীম-সেলিম ওসমানের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগশহরের জামতলা এলাকায় কয়েক হাজার বিক্ষোভকারী আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তার বাড়ি থেকে আসবাবসহ সবকিছু লুটপাট করা হয়েছে। ওই বাড়ির নিচতলায় আগুন দেওয়া হয়।
ঝালুকাঠিতে আমুর বাড়িতে অগ্নিসংযোগ
ঝালকাঠিতে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমুর বাড়িতে
আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিকেল ৪টার দিকে শহরের রোনালসে রোডের বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধরা।
এদিকে তেঁতুলিয়ায় ইউএনওর বাসভবন ভাঙচুর, এসিল্যান্ডের গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বিকেলে বিক্ষুব্ধ জনতা লাঠি সোটা নিয়ে গিয়ে উপজেলা চত্বর সংলগ্ন ইউএনও বাসভবন ভাঙচুর ও বাসভবনে পাশে থাকা গ্যারেজের সামনে থাকা উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায়।
হুইপ মাশরাফির বাড়িতে আগুন
হুইপ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। এসময় নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু বাড়িতে ও গাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা।
বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের বয়েজ স্কুলের পাশে মহিষখোলা এলাকার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।
অন্যদিকে শহরের একই এলাকায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে সাধারণ মানুষ।
চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুনে
চুয়াডাঙ্গায় দুই সংসদ সদস্যের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন নেতার বাড়িতে আগুন লাগিয়েছে উত্তেজিত জনতা। এসময় যুবলীগ নেতা আরেফিন আলম রঞ্জুর বাড়িতে আগুনে দগ্ধ হয়ে অজ্ঞাত চার যুবক নিহত হয়েছেন। সন্ধায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ে এমপির বাসায় অগ্নিসংযোগ
আওয়ামী লীগ সরকারের ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাসভবনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তথ্যচিত্র ধারণের দুর্বৃত্তদের হামলায় তিন জন সাংবাদিককে আহত হন। এছাড়াও অন্যদিকে আরও দুই সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।
বিকেলে শহরের কলেজ পাড়া এলাকায় অবস্থিত এমপির বাসভবনে অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে ছাত্র-জনতা শহরের বিভিন্ন দিক থেকে আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) অবস্থিত জেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জামায়াত হতে থাকে।
পরে আনন্দ মিছিলের একটি অংশ শহরের আর্ট গ্যালারি হয়ে কলেজ পাড়ার সামনে অবস্থান নেয়। এ সময় ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাসায় ভাংচুড় এবং অগ্নিসংযোগ করে একটি দুষ্কৃতিকারী চক্র ও দুর্বৃত্তরা।
চট্টগ্রামে পুলিশ লাইন ও থানায় হামলা-আগুন
পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরে রাস্তায় জনস্রোত নেমে আসে বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা। করেন আনন্দ মিছিল। এই মিছিল থেকে বিক্ষোভকারীদের একটি অংশ সিএমপির পুলিশ লাইন ও কোতোয়ালী থানায় হামলা চালায় ও অগ্নিসংযোগ করে ।
আদাবর থানায় আগুন, ভাঙচুর
ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে থানার মালামাল-কাগজপত্র।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর আদাবর থানায় হামলা চালায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় শুরুতে সাধারণ মানুষকে প্রতিহত করার চেষ্টা চালায় পুলিশ। তবে জনতার রোষানলে কাছে বেশিক্ষণ টিকতে পারেনি পুলিশ। পরে থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা।
নওগাঁয় খাদ্যমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ শহরের কাজীর মোড়ে জড়ো হওয়া হাজারও ছাত্র-জনতা বিজয় উল্লাস করেছেন।
শিশু থেকে শুরু করে বৃদ্ধ, নারী থেকে কিশোরী সব বয়সীকে উল্লাস করতে দেখা যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের স্যালুট দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে ধন্যবাদ জানান তাঁরা।
বিকেল সাড়ে ৩টায় বিজয় মিছিলটি শহরের সরিষা হাটির মোড়ে পৌঁছালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এসময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থিত সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবনসহ তাঁর মালিকানাধীন ঠিকানা কমিউনিটি সেন্টারে থাকা বেশ কয়েকটি মোবাইলের শোরুম ভাঙচুর করা হয়।
বান্দরবানে সাবেক মন্ত্রীর বাড়ি ভাঙচুর
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে বান্দরবানে অনন্দ মিছিল করেছে বান্দরবানের সাধারণ মানুষ। পরে আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ ও সাবেক মন্ত্রীর বাড়ি হামলা করেছে।
বেলা বিক্ষুব্ধ জনতা বেলা ৪টায় বান্দরবান আ.লীগ অফিসে অগ্নিসংযোগ ও রাজার মাঠ সংলগ্ন সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বাড়ি ঘর ভাঙচুর করে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে এলাকার পরিস্থিতি শান্ত হয়।