ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • / ১২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনে পৌঁছালো যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান
আন্তর্জাতিক প্রতিবেদক :

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের এফ-১৬ পৌছানো নিয়ে চলছে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা। যুক্তরাষ্ট্র সরাসরি এফ-১৬ ফাইটার জেট ইউক্রেনে পাঠাতে পারে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে তারা সরাসরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনের হাতে তুলে দেয়নি। কারণ, নিয়মমতো সে কাজ তারা করতে পারে না। যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিমান পাঠিয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডসকে। এই দুই দেশ প্রথম ব্যাচের এফ-১৬ বিমান পাঠিয়েছে ইউক্রেনকে। ডেনমার্ক ইউক্রেনকে সব মিলিয়ে ১৯টি এফ-১৬ দেবে বলেছিল। নেদারল্যান্ডস বলেছিল ২৪টি। তারই প্রথম ব্যাচের যুদ্ধবিমানগুলো পৌঁছেছে ইউক্রেনে। নরওয়ে এবং বেলজিয়ামও ইউক্রেনকে এফ-১৬ দেবে বলে জানিয়েছে।

সাধারণত এফ-১৬ চালানোর জন্য তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ইউক্রেনের ফাইটার পাইলটদের মাত্র নয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাশিয়ার অবশ্য বলছে, এফ-১৬ যুদ্ধবিমান যুদ্ধের ধারা বদলাতে পারবে না। প্রতিটি এফ-১৬ বিমান সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ধ্বংস করা হবে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সব মিলিয়ে ১৩০টি এফ-১৬ বিমান প্রয়োজন তার। এগুলোর সাহায্যে ইউক্রেনের আকাশ নিরাপদ রাখা সম্ভব হবে। তিনি মনে করেন, এফ-১৬ আকাশে টহল দিতে শুরু করলে রাশিয়ার বোমারু বিমান ইউক্রেনের আকাশে প্রবেশ করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আপডেট সময় : ০৯:৫০:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

ইউক্রেনে পৌঁছালো যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান
আন্তর্জাতিক প্রতিবেদক :

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের এফ-১৬ পৌছানো নিয়ে চলছে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা। যুক্তরাষ্ট্র সরাসরি এফ-১৬ ফাইটার জেট ইউক্রেনে পাঠাতে পারে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে তারা সরাসরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনের হাতে তুলে দেয়নি। কারণ, নিয়মমতো সে কাজ তারা করতে পারে না। যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিমান পাঠিয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডসকে। এই দুই দেশ প্রথম ব্যাচের এফ-১৬ বিমান পাঠিয়েছে ইউক্রেনকে। ডেনমার্ক ইউক্রেনকে সব মিলিয়ে ১৯টি এফ-১৬ দেবে বলেছিল। নেদারল্যান্ডস বলেছিল ২৪টি। তারই প্রথম ব্যাচের যুদ্ধবিমানগুলো পৌঁছেছে ইউক্রেনে। নরওয়ে এবং বেলজিয়ামও ইউক্রেনকে এফ-১৬ দেবে বলে জানিয়েছে।

সাধারণত এফ-১৬ চালানোর জন্য তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ইউক্রেনের ফাইটার পাইলটদের মাত্র নয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাশিয়ার অবশ্য বলছে, এফ-১৬ যুদ্ধবিমান যুদ্ধের ধারা বদলাতে পারবে না। প্রতিটি এফ-১৬ বিমান সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ধ্বংস করা হবে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সব মিলিয়ে ১৩০টি এফ-১৬ বিমান প্রয়োজন তার। এগুলোর সাহায্যে ইউক্রেনের আকাশ নিরাপদ রাখা সম্ভব হবে। তিনি মনে করেন, এফ-১৬ আকাশে টহল দিতে শুরু করলে রাশিয়ার বোমারু বিমান ইউক্রেনের আকাশে প্রবেশ করতে পারবে না।