ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মিরপুরেই হচ্ছে মূল ক্যাম্প, বিপিএলে কমছে দলের সংখ্যা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • / ২০৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিডিএম ক্রীড়া প্রতিবেদক :
অধিনায়ক ও হেড কোচ ছাড়াই চলছে পাকিস্তান সফরের প্রস্তুতি। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য চট্টগ্রামের উইকেটকে প্রাধান্য দিলেও শেষ পর্যন্ত মিরপুরে হবে মূল ক্যাম্প। জাতীয় দলসহ সব ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিসিবি।
তবে সোমবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে থাকছেন না নাজমুল হোসেন শান্ত। গলার চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন টাইগার অধিনায়ক। সাকিব আল হাসান, শরিফুলরাও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর সহকারী নিক পোথাসও ঢাকায় আসবেন মঙ্গলবার।
পাকিস্তান সফরের মূল প্রস্তুতি চট্টগ্রামে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ঢাকা কেন্দ্রীক পরিকল্পনা সাজাতে হচ্ছে ক্রিকেট অপারেশন্সকে। তবে দেশের চলমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি।
চট্টগ্রামে ক্রিকেটারদের ছায়া হয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকিদের নিয়েও যথেষ্ট সচেতন ক্রিকেট বোর্ড। জাতীয় দলের আগে এ দল যাবে পাকিস্তান সফরে। ইতোমধ্যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ হাইকমিশন থেকে সবুজ সঙ্কেত পেয়েছে বিসিবি।
এদিকে, দেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন বিপিএলের পরের আসরে দলের সংখ্যা কমে যেতে পারে। এমন কি সূচিতেও আসতে পারে পরিবর্তন।
সেপ্টেম্বরে হতে পারে ড্রাফট। গুঞ্জন আছে, আগের ৭ ফ্র্যাঞ্চাইজির সবগুলো থাকছে না পরবর্তী আসরে।
অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে কি না জানায়নি বিসিবিকে। সেক্ষেত্রে কমতে পারে দল সংখ্যা। গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান দেশে ফিরলে চূড়ান্ত হবে সবকিছু। চলতি বছর নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর আর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি থাকায় বিপিএল সূচিতে পরিবর্তন আনতে পারে বিসিবি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুরেই হচ্ছে মূল ক্যাম্প, বিপিএলে কমছে দলের সংখ্যা!

আপডেট সময় : ০৬:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

ডিডিএম ক্রীড়া প্রতিবেদক :
অধিনায়ক ও হেড কোচ ছাড়াই চলছে পাকিস্তান সফরের প্রস্তুতি। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য চট্টগ্রামের উইকেটকে প্রাধান্য দিলেও শেষ পর্যন্ত মিরপুরে হবে মূল ক্যাম্প। জাতীয় দলসহ সব ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিসিবি।
তবে সোমবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচে থাকছেন না নাজমুল হোসেন শান্ত। গলার চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন টাইগার অধিনায়ক। সাকিব আল হাসান, শরিফুলরাও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর সহকারী নিক পোথাসও ঢাকায় আসবেন মঙ্গলবার।
পাকিস্তান সফরের মূল প্রস্তুতি চট্টগ্রামে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ঢাকা কেন্দ্রীক পরিকল্পনা সাজাতে হচ্ছে ক্রিকেট অপারেশন্সকে। তবে দেশের চলমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি।
চট্টগ্রামে ক্রিকেটারদের ছায়া হয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকিদের নিয়েও যথেষ্ট সচেতন ক্রিকেট বোর্ড। জাতীয় দলের আগে এ দল যাবে পাকিস্তান সফরে। ইতোমধ্যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ হাইকমিশন থেকে সবুজ সঙ্কেত পেয়েছে বিসিবি।
এদিকে, দেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন বিপিএলের পরের আসরে দলের সংখ্যা কমে যেতে পারে। এমন কি সূচিতেও আসতে পারে পরিবর্তন।
সেপ্টেম্বরে হতে পারে ড্রাফট। গুঞ্জন আছে, আগের ৭ ফ্র্যাঞ্চাইজির সবগুলো থাকছে না পরবর্তী আসরে।
অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে কি না জানায়নি বিসিবিকে। সেক্ষেত্রে কমতে পারে দল সংখ্যা। গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান দেশে ফিরলে চূড়ান্ত হবে সবকিছু। চলতি বছর নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর আর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি থাকায় বিপিএল সূচিতে পরিবর্তন আনতে পারে বিসিবি।