ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অলিম্পিক সাঁতারের প্রথম দিনেই সাঁতারুদের রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • / ২২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিডিএম আন্তর্জাতিক ডেস্ক :
অলিম্পিক গেমসের সবচে আকর্ষনীয় ইভেন্ট সঁাঁতার প্রতিযোগিতা চলছে। সাঁতারের প্রথম দিনই দর্শককে ভালোভাবে বিনোদন দিয়েছেন অংশগ্রহণকারীরা। প্যারিসের লা ডিফেন্স অ্যারেনার সুইমিং পুলে চলছে এ লড়াই। আজ রোববার ২৮ জুলাই সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই সাঁতারুরা গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। একই ইভেন্টে মহাদেশীয় আর অলিম্পিকের রেকর্ড যেমন হয়েছে। তেমনি সাঁতারে জার্মানির ৩৬ বছরের অপেক্ষার অবসানও ঘটেছে। আবার ব্যক্তিগত পর্যায়ে রেকর্ড হলেও দলগত প্রতিযোগিতায় পদকবঞ্চিত হওয়ার ঘটনাও দেখা গিয়েছে প্রথম দিনের সুইমিংয়ে।
আজ সবচেয়ে বড় লড়াই ছিল মেয়েদের ৪০০ মিটার ফ্রি-স্টাইলে। এদিন অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ার্না টিটমাস পুলে নেমেছিলেন বিশ্বরেকর্ডের তকমা নিয়ে। তার প্রতিপক্ষ কেটি লেডিকি ও সামার ম্যাকিন্টোস। তিনজনই সাঁতারের এই ইভেন্টে সবশেষ তিন বিশ্ব রেকর্ড গড়েছিলেন। হাইভোল্টেজ এই লড়াই তকমা পেয়েছিল ‘রেস অব দ্য সেঞ্চুরি হিসেবে।’
ইভেন্ট শেষে তিনজনই পদক পেয়েছেন। তবে অস্ট্রেলিয়ান টিটমাস শেষ পর্যন্ত সেরাদের সেরা রেকর্ড গড়েন। ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড সময় নিয়ে সোনার পদক ধরে রাখলেন তিনি। এরপর ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ম্যাকিন্টোস। সবশেষ ৪ মিনিট ০.৮৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ পদক উঠেছে লেডেকির গলায়।
যুক্তরাষ্ট্র এবারও সাঁতারে তাদের আধিপত্য ধরে রেখেছে। শনিবার তারা পেয়েছে এক স্বর্ণপদক। ছেলেদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে ৩ মিনিট ০৯.২৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ১০.৩৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে অস্ট্রেলিয়া। আর ব্রোঞ্জ গিয়েছে ইতালির ঘরে।
সাঁতার পুলে প্রথম ফাইনালেও ছিল চমক। ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে সোনা জিতেছেন জার্মানির লুকাস মার্টেনস। ৩ মিনিট ৪১.৭৮ সেকেন্ড সময় নিয়েছেন। গত ৩৬ বছরের মধ্যে সাঁতারে এটি জার্মানির প্রথম সোনা জয়ও। মার্টেনসের চেয়ে মাত্র ০.৪৩ সেকেন্ড পিছিয়ে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার এলিজা উইনিংটন। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম উ-মিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অলিম্পিক সাঁতারের প্রথম দিনেই সাঁতারুদের রেকর্ড

আপডেট সময় : ০৬:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

ডিডিএম আন্তর্জাতিক ডেস্ক :
অলিম্পিক গেমসের সবচে আকর্ষনীয় ইভেন্ট সঁাঁতার প্রতিযোগিতা চলছে। সাঁতারের প্রথম দিনই দর্শককে ভালোভাবে বিনোদন দিয়েছেন অংশগ্রহণকারীরা। প্যারিসের লা ডিফেন্স অ্যারেনার সুইমিং পুলে চলছে এ লড়াই। আজ রোববার ২৮ জুলাই সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই সাঁতারুরা গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। একই ইভেন্টে মহাদেশীয় আর অলিম্পিকের রেকর্ড যেমন হয়েছে। তেমনি সাঁতারে জার্মানির ৩৬ বছরের অপেক্ষার অবসানও ঘটেছে। আবার ব্যক্তিগত পর্যায়ে রেকর্ড হলেও দলগত প্রতিযোগিতায় পদকবঞ্চিত হওয়ার ঘটনাও দেখা গিয়েছে প্রথম দিনের সুইমিংয়ে।
আজ সবচেয়ে বড় লড়াই ছিল মেয়েদের ৪০০ মিটার ফ্রি-স্টাইলে। এদিন অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ার্না টিটমাস পুলে নেমেছিলেন বিশ্বরেকর্ডের তকমা নিয়ে। তার প্রতিপক্ষ কেটি লেডিকি ও সামার ম্যাকিন্টোস। তিনজনই সাঁতারের এই ইভেন্টে সবশেষ তিন বিশ্ব রেকর্ড গড়েছিলেন। হাইভোল্টেজ এই লড়াই তকমা পেয়েছিল ‘রেস অব দ্য সেঞ্চুরি হিসেবে।’
ইভেন্ট শেষে তিনজনই পদক পেয়েছেন। তবে অস্ট্রেলিয়ান টিটমাস শেষ পর্যন্ত সেরাদের সেরা রেকর্ড গড়েন। ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড সময় নিয়ে সোনার পদক ধরে রাখলেন তিনি। এরপর ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন ম্যাকিন্টোস। সবশেষ ৪ মিনিট ০.৮৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ পদক উঠেছে লেডেকির গলায়।
যুক্তরাষ্ট্র এবারও সাঁতারে তাদের আধিপত্য ধরে রেখেছে। শনিবার তারা পেয়েছে এক স্বর্ণপদক। ছেলেদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারে ৩ মিনিট ০৯.২৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ১০.৩৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে অস্ট্রেলিয়া। আর ব্রোঞ্জ গিয়েছে ইতালির ঘরে।
সাঁতার পুলে প্রথম ফাইনালেও ছিল চমক। ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে সোনা জিতেছেন জার্মানির লুকাস মার্টেনস। ৩ মিনিট ৪১.৭৮ সেকেন্ড সময় নিয়েছেন। গত ৩৬ বছরের মধ্যে সাঁতারে এটি জার্মানির প্রথম সোনা জয়ও। মার্টেনসের চেয়ে মাত্র ০.৪৩ সেকেন্ড পিছিয়ে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার এলিজা উইনিংটন। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম উ-মিন।