তিন পেসারের কন্ঠে ঝরছে সাকিব প্রশংসা

- আপডেট সময় : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
- / ২১৯ বার পড়া হয়েছে
ডিডিএম ক্রীড়া প্রতিবেদক :
বিশ্বকাপ শুরুর ছয়দিন পর শনিবার শুরু বাংলাদেশ দল। প্রতিপক্ষ নিকটবর্তী দেশ শ্রীলঙ্কা। এই ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত জয়ের স্বপ্ন দেখছেন। সে লক্ষ্যে পিছিয়ে নেই তার সহযোদ্ধারাও। তবে আজ দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ বিশ্বকাপের চেয়ে আলোচনায় বড় করে আনলেন সাকিব আল হাসানকে। বাংলাদেশ সেরা এই অল রাউন্ডার সতীর্থদের একেকজনের কাছে একেক রকম উদাহরণ। তাসকিনের চোখে সাকিব বাংলাদেশের ক্রিকেটের একটি উদাহরণ। তানজিম হাসান সাকিবের চোখে তিনি অনুপ্রেরণা। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গ পাওয়াকেই গর্বের মনে করেন শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে খেলতে যাচ্ছেন সাকিব। রোহিত শর্মার সঙ্গে বিশ্বকাপের সব আসরে খেলতে যাওয়া এই বাংলাদেশিকে নিয়ে আইসিসি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানেই তার সতীর্থ তিন পেসার তাকে নিয়ে মুগ্ধতার কথা বলেছেন। তাসকিন শুরুই করলেন এক বাক্যে- সাকিব আল হাসান সমান কিংবদন্তি।
বিশ্বসেরাদের একজন হওয়ার ইচ্ছার কথা শুনিয়েছেন এই পেসার অনেকবার। সে লক্ষ্য পূরণের পথে সাকিবের মতো একজনের সঙ্গ পাচ্ছেন তাসকিন। যাকে নিয়ে তিনি বলেন, ‘তিনি উদাহরণ তৈরি করে রেখেছেন যে বাংলাদেশের হয়েও আপনি বিশ্বক্রিকেটের একজন সুপারস্টার হতে পারেন। সে আমাদের জন্য ও বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় উদাহরণ।’
আরেক ডানহাতি পেসার তানজিম বেড়ে উঠেছেনই সাকিবের খেলা দেখে। ৩৭ বছর বয়সী বাঁহাতি সাকিবকে নিয়ে উদীয়মান এই পেসার বলেন, ‘সাকিব ভাই একজন কিংবদন্তি খেলোয়াড়। সে তার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত পারফর্ম করে আসছে। তিনি দেখিয়েছেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয়। আমরা তার সম্পর্কে একটা জিনিষ ভালোবাসি, সে সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আর এটা সত্যিই আমাদের জন্য বড় অনুপ্রেরণার।’
২৩ বছর বয়সী শরিফুল ৮০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। সাকিবের সঙ্গে তার চেনাজানাও তাই ভালোই হয়ে গেছে৷ বাঁহাতি এই পেসার সাকিবকে নিয়ে বলেন, ‘আমাদের জন্য অনেক বড় পাওয়া। উনি এত সুন্দরভাবে সবাইকে সমর্থন করে এবং জুনিয়র ও সিনিয়র সবার সাথে খুব ভালোভাবে মিশে। তো উনার সঙ্গে খেলা, ড্রেসিংরুম শেয়ার করতে পারা আমাদের জন্য, সবার জন্য বড় একটা গর্বের বিষয়।’