উপজেলা নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ১৭.৩১ শতাংশ ভোট: ইসি সচিব

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
- / ২৫৭ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক
চতুর্থ ধাপে আজ বুধবার ৬০ উপজেলায় ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম। ইসি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের আজ তিনি এ তথ্য জানান।
শফিউল আজিম বলেন, মোট পাঁচ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে তিন হাজার ৪২৩টি কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইসি এ প্রাক্কলন করেছে। ভোটের শেষ চার ঘণ্টায় ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি।
চতুর্থ ধাপে ৬০ উপজেলায় আজ ভোটগ্রহণ চলছে।