বজ্রবৃষ্টি, অশান্ত সাগর, সৈকতে আছড়ে পড়ছে বিশাল ঢেউ

- আপডেট সময় : ০৪:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / ২৩৮ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক :
কক্সবাজারে প্রবল বৃষ্টি ঝরছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চরম বৈরী আবহাওয়া বিরাজ করছে সমুদ্রকুলবর্তী এলাকা। সোমবার বেলা ১১টার পর থেকে কক্সবাজারে প্রবল বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। প্রচণ্ড উত্তাল রয়েছে সাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রসৈকত ও উপকূলে।
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, ‘কক্সবাজার সমুদ্রবন্দরের ৯ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৩ নম্বর করা হয়েছে। সাগরে গভীর নিম্নচাপ বিরাজ করছে। এ মুহূর্তে সমুদ্রে জোয়ার চলছে। এ কারণে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে আরও দু-একদিন বৈরী আবহাওয়া বিরাজ করবে কক্সবাজারে। ভারী বৃষ্টিপাত হলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া ঝড়ো হাওয়া বেশি হলে রোহিঙ্গা ক্যাম্পে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।’
এদিকে, এখন পর্যন্ত জেলায় ঘূর্ণিঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোথাও কোথাও গাছপালা ভেঙে পড়েছে।