৪১ দিনের ‘তুফান’ শেষে ফিরলেন শাকিব

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / ২২১ বার পড়া হয়েছে
ডিডিএম প্রতিবেদক
শুটিংয়ের পাশাপাশি সিনেমার ডাবিংও শেষ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান । ভারতে সিনেমাটির শুটিং করেছেন প্রায় প্রায় ৪১ দিন। শুটিংয়ের পাশাপাশি সেখানে ডাবিংও শেষ করেছেন ঢাকাই সিনেমার সুপার হিট নায়ক।
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাটির বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইতোমধ্যে সিনেমাটির দু’টি পোস্টার, প্রথম টিজার প্রকাশিত হয়ে আলোচিত হয়েছে।
শিগগির ‘তুফান’ সিনেমায় সংগীতশিল্পী প্রীতম হাসানের করা ‘লাগে উরাধুরা’ গানটি প্রকাশ পাবে। গানটির ২০ সেকেন্ডের এক ঝলক প্রকাশিত হয়েছে গতকাল শনিবার।
শাকিবের ‘তুফান’ সিনেমায় তার বিপরীতে আছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী। আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।
‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করেছেন আলফা আই, চরকি এবং এসভিএফ।