কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ৩৩৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক হাসান মিয়া (২৫) নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত হাসান কাইয়ুমপুর ইউনিয়নের জারু মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা জানান, সকালে হাসান তার বন্ধুদের নিয়ে পুটিয়া সীমান্তের জিরো পয়েন্টে ঘুরতে যায়। এ সময় তাদেরকে দেখে বিএসএফ গুলি চালায়, এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
























