ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বন্যায় পাকিস্তান-আফগানিস্তানে নিহত শতাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • / ২৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
গত কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টি ও বন্যায় পাকিস্তান ও আফগানিস্তানে ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আফগানিস্তানের ২৩টি প্রদেশেই এখন পর্যন্ত ৬৬ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে, আর পাকিস্তানে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ।

আফগানিস্তানে অন্তত ১২শ’ এর বেশি বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে ৬০০টির গবাদিপশু মারা গেছে। ৬৩ হাজার একরেরও বেশি জমি নষ্ট হয়ে গেছে। ২০২১ সালে তালেবানরা সরকারি ক্ষমতা গ্রহণের পর থেকে দরিদ্র দেশটি অর্থনৈতিক ও মানবিক সংকটের আরও গভীরে নিমজ্জিত হয়ে পড়েছে এবং দেশে সাহায্য পাওয়াও কঠিন হয়ে পড়েছে।

এদিকে, তীব্র বৃষ্টিপাতে বিপর্যস্ত পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলও। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশেই গত কয়েকদিনে ৩২ জন মারা যাওয়ার তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আর বেলুচিস্তানে প্রাণ হারিয়েছেন আরও ৮ জন।

অন্যদিকে, কাজাখাস্তানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যার কারণে প্রায় ১ লাখ ১৭ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে বুধবার (১৭ই এপ্রিল) জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

বন্যায় পাকিস্তান-আফগানিস্তানে নিহত শতাধিক

আপডেট সময় : ০৮:২৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক
গত কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টি ও বন্যায় পাকিস্তান ও আফগানিস্তানে ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আফগানিস্তানের ২৩টি প্রদেশেই এখন পর্যন্ত ৬৬ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে, আর পাকিস্তানে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ।

আফগানিস্তানে অন্তত ১২শ’ এর বেশি বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে ৬০০টির গবাদিপশু মারা গেছে। ৬৩ হাজার একরেরও বেশি জমি নষ্ট হয়ে গেছে। ২০২১ সালে তালেবানরা সরকারি ক্ষমতা গ্রহণের পর থেকে দরিদ্র দেশটি অর্থনৈতিক ও মানবিক সংকটের আরও গভীরে নিমজ্জিত হয়ে পড়েছে এবং দেশে সাহায্য পাওয়াও কঠিন হয়ে পড়েছে।

এদিকে, তীব্র বৃষ্টিপাতে বিপর্যস্ত পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলও। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশেই গত কয়েকদিনে ৩২ জন মারা যাওয়ার তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আর বেলুচিস্তানে প্রাণ হারিয়েছেন আরও ৮ জন।

অন্যদিকে, কাজাখাস্তানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যার কারণে প্রায় ১ লাখ ১৭ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে বুধবার (১৭ই এপ্রিল) জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয়।